
৩ দিন বন্ধ থাকার পর ভোলায় নৌপথ ও সড়ক পথে যান চলাচল শুরু
ভোলা প্রতিনিধিঃ ভোলার টানা তৃতীয় দিন বন্ধ থাকার পর ভোলা-বরিশাল রুটে স্পিড বোট এবং দুইদিন পর বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুর থেকে বাস এবং বিকাল সাড়ে ৩ টা থেকে স্পিডবোট চলাচল শুরু হয়। এতে দক্ষিনাঞ্চল মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তি। ভেতুরিয়া ঘাটে দেখা গেছে, গন্তব্যমুখী যাত্রীদের ভীড়। ঘাট থেকে ছেড়ে যাচ্ছে বরিশালের…