
ভিয়েনায় ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকাদান কর্মসূচি শুরু
ভিয়েনা রাজ্য গভর্নর ও মেয়র মিখাইল লুডভিগ(SPÖ) ও ভিয়েনা সিটির স্বাস্থ্য বিষয়ক কাউন্সিলর পিটার হ্যাকার(SPÖ) এই কর্মসূচির উদ্বোধন করেন। ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে আজ সোমবার ভিয়েনার অস্ট্রিয়া সেন্টারে প্রথমবারের মত ছোট শিশুরা করোনার টিকা পেয়েছে।এই বিশেষ টিকাদান কর্মসূচিতে পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুরা তাদের প্রথম টিকা নিতে পারবে। টিকাদান কর্মসূচি উদ্বোধন…