
ভিয়েনায় বাংলাদেশী কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান নয়নের আইটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় Streamline Technologies (@streamline.technologies) নামে একটি নতুন আইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করেছে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের তরুণ রাজধানীতিবিধ মাহমুদুর রহমান (নয়ন) তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধুর সাথে সম্মিলিতভাবে এই আইটি প্রতিষ্ঠা করেছে। নয়ন এক স্ট্যাটাসের মাধ্যমে জানায়, আমরা এই আই টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা…