
ভারুচের জেলা শাসক তুষার ডি সুমেরা : ভবিষ্যৎবাণীকে পরাস্ত করা একজন সফল মানুষ
রিপন শান: পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। মানুষ চেষ্টা করলে অসাধ্য সাধন সম্ভব। “অসম্ভব” শব্দটি শুধু বোকাদের অভিধানে থাকে। প্রমাণ করেছেন- ভারুচের এখনকার জেলা শাসক তুষার ডি সুমেরা। রেজাল্ট দেখেই ভবিষ্যদ্বাণী করেছিল স্কুল। এমনকি পাড়াপড়শিরাও। বলেছিল— এ ছেলেকে দিয়ে হবে না কিছু। আত্মীয়-পরিজনদেরও স্থির বিশ্বাস ছিল, বড় হয়ে ছেলে বখে যাবে। ক্লাস টেনে বোর্ডের প্রথম পরীক্ষায় টেনেটুনে…