বলকানে যুদ্ধের সতর্কতা দিয়েছে কসোভোর পররাষ্ট্রমন্ত্রী গেরভাল্লা শোয়ার্জ
কসোভোর পররাষ্ট্রমন্ত্রী সার্বিয়া কর্তৃক নতুন যুদ্ধের সতর্কতা দিয়ে ব্রাসেলসে ইইউর সাহায্য প্রার্থনা করেছে ইউরোপ ডেস্কঃ কসোভোর রাজধানী প্রিস্টিনা থেকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে,সার্বিয়ার সেনাবাহিনীর কসোভোর দিকে অগ্রসর হওয়ার পর নতুন করে উত্তেজনা বাড়ছে। এর ফলে কসোভোর পররাষ্ট্রমন্ত্রী গেরভাল্লা শোয়ার্জ সোমবার (২ অক্টোবর) বলকানে একটি নতুন যুদ্ধের সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় যদি…