
বর্ণাঢ্য আয়োজনে সান্তা কলোমায় আওয়ামী লীগ এর বিজয় দিবস উৎযাপিত
বার্সেলোনা থেকে জেবুন্নেছা জেবুঃ বাংলাদেশ আওয়ামী লীগ সান্তা কলোমা বার্সেলোনার উদ্যোগে প্লাসা দে পাও কাসালস থররে ভালদোভিনায় ১৬ই ডিসেম্বর শুক্রবার বিজয় দিবস ২০২২ উৎযাপিত হয়। বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষণ দিয়ে অনুষ্টানের শুভ সুচনা করা হয় সন্ধ্যা ৬টা থেকে।সান্তা কলোমা বার্সেলোনা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ ও কেয়া আজাদ এর পরিচালনায় অনুষ্টানে সভাপতিত্ব…