
ফিনল্যান্ডের গ্রিন পার্টির সহসভাপতি ড. মজিবুর দফতরি
ইবিটাইমস ডেস্ক: ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি শাখা গ্রিন পার্টির সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিনিশ নাগরিক ড. মজিবুর দফতরি। সম্প্রতি নয় সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচন করে। এই কমিটির সভাপতি সাল্লা মেরিকুক্কা। গ্রিন পার্টির এ নতুন কমিটির দায়িত্বের মধ্যে আছে রাজধানী হেলসিংকি এলাকায় ২০২৩ সালের এপ্রিলে অনুষ্ঠিতব্য ফিনল্যান্ডের জাতীয় সংসদ…