
অস্ট্রিয়ায় খণ্ডকালীন চাকরি আর কাঙ্খিত নয় – শ্রমমন্ত্রী মার্টিন কোচার
অর্থনীতি ও শ্রমমন্ত্রী মার্টিন কোচার বর্তমানে খণ্ডকালীন(Teilzeit-Jobs) কাজ নিয়ে বেশ আলোচনার কারণ হচ্ছেন ইউরোপ ডেস্কঃ অতি সম্প্রতি অস্ট্রিয়ার শ্রম ও অর্থনীতি মন্ত্রী মার্টিন কোচার (ÖVP) বলেন,যারা স্বেচ্ছায় পূর্ণকালীন চাকরি ছেড়ে দিয়েছেন তাদের জন্য সম্ভাব্য সামাজিক সুবিধা কমানোর বিষয়ে একটি বিতর্ক শুরু করেছেন। প্রারম্ভিক বিন্দু ছিল একটি দৈনিক সংবাদপত্রে একটি সাক্ষাৎকারে কোচার একটি “সামাজিক সুবিধার এখনও…