
অস্ট্রিয়ায় এ বছর ফিতরা জনপ্রতি ৮ ইউরো
ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়া (IGGÖ) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে ইউরোপ ডেস্কঃ ফিতরা বা ফেতরা একটি আরবী শব্দ। যা ইসলামে যাকাতুল ফিতর (ফিতরের যাকাত) বা সাদাকাতুল ফিতর (ফিতরের সদকা) নামে পরিচিত। ফিতর বা ফাতুর বলতে সকালের খাদ্যদ্রব্য বোঝানো হয় যা দ্বারা রোজাদারগণ রোজা ভঙ্গ করেন। যাকাতুল ফিতর বলা হয়…