মনপুরায় ল্যান্ডিং স্টেশন ভেঙ্গে পড়ে ট্রলার ডুবি, ৬ জেলেকে জীবিত উদ্ধার
ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলার মনপুরায় ল্যান্ডিং স্টেশনের (নদীর মধ্যে নৌযান ভিড়ানোর নির্মান করা পাকা স্থান) শেষ প্রান্ত (নদীর প্রান্ত) হঠাৎ ভেঙ্গে মাছ ধরা জেলে ট্রলারে ওপরে পড়লে তাৎক্ষনিক ট্রলারটি ভেঙ্গে মেঘনায় ডুবে যায়। তখন ওই ট্রলারে থাকা ৬ জেলেও ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘন্টা খানেক পরে ৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। সোমবার বিকালে…