ভোলায় ১০ টি চোরাই মোটরসাইকেলসহ ৭ জন আটক! পুলিশের সংবাদ সম্মেলন
সিমা বেগম, ভোলা প্রতিনিধি: ভোলার সদর থানা পুলিশ ১০টি চোরাই মোটরসাইকেলসহ ট্যাম্পারিঙ(খোদাই করা) করে ইঞ্জিন ও চ্যাসিস নম্বর বসানোর যন্ত্রপাতি ও জাল কাগজপত্র উদ্ধার করেছে।এ সময় চোরের একটি সংঘবদ্ধ চক্রের ৭জন সদস্য আটক করেছে। এ চক্রের সঙ্গে বিআরটিএর একটি দালাল চক্র জড়িত আছে বলে পুলিশের ধারণা। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার শুক্রবার…