অস্ট্রিয়ায় পুনরায় করোনার দৈনিক সংক্রমণ ৩০,০০০ হাজারের আশঙ্কা
অস্ট্রিয়ায় পুনরায় করোনার নতুন সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আপাতত গ্রীষ্মকালীন ছুটির সময় কোন বিধিনিষেধ না আসেলও শরতের শুরুতেই বিভিন্ন বিধিনিষেধ আসতে পারে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার জনপ্রিয় ফ্রি মেট্রো Heute আজ বুধবার(২২ জুন) তাদের অনলাইন প্রকাশনায় জানিয়েছে,অস্ট্রিয়ার শীর্ষ বিশেষজ্ঞদের মতে শীঘ্রই দেশে করোনার নতুন দৈনিক সংক্রমণ ৩০,০০০ হাজারে উঠতে পারে। পত্রিকাটির খবরে বলা…