সরকারি সহায়তা পেতে বৃদ্ধ আজাহারের আকুতি
জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ৮৮ বছরের বৃদ্ধ মো. আজাহার। শরীরে শক্তি থাকাকালীন মানুষের দিনমজুরি করে চালিয়েছেন সংসার। এখন শরীরের বাসা বেঁধেছে বিভিন্ন জটিল রোগ। নিভে গেছে এক চোখের আলোও। তাই এখন আর দিন মজুরিতে কাজও করতে পারেন না বৃদ্ধ আজাহার। এক প্রকার বাধ্য হয়েই গত ৮-১০ বছর ধরে ভিক্ষা করেই চলছে তার জীবন যাপন।…