শখের পোষা বিড়ালের মৃত্যুতে পরিবারজুড়ে শোক !
ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহন পৌরশহরের ৩ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির আব্দুস সাত্তার ও পারভীন নামের এক দম্পতি প্রায় দুই বছর আগে শখের বশে একটি বিদেশী প্রজাতির বিড়াল পালা শুরু করেন। এ দুই বছর ধরে ওই বিড়ালটিকে নিজেদের সন্তানের মত আদর যত্ন করে পোষেন তারা। যত্ন করে নামও রেখেছেন ‘ফুলতুসী। সাত্তার-পারভীন দম্পত্তির তিন সন্তানের কাছেও বিড়ালটি…