জ্বালানী তেলের দাম বৃদ্ধি, মিলছে না কাঙ্খিত ইলিশ

চরম হতাশা ও নিরব কান্না চলছে লালমোহনের জেলে পল্লীগুলোতে ! জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: একদিকে বেড়েছে জ্বালানী তেলের দাম। অন্যদিকে নদীতে মিলছে না কাঙ্খিত ইলিশ। এনিয়ে দার-দেনায় জড়িয়ে পড়ছে ভোলার লালমোহন উপজেলার জেলেরা। যার ফলে চরম হতাশা দেখা দিয়েছে উপজেলার জেলে পল্লীগুলোতে। এ যেন জেলেদের নিরব কান্না! উপজেলা মৎস্য অফিসের হিসেবে লালমোহনে মোট নিবন্ধিত…

Read More
Translate »