“মনে হচ্ছে যমদূতের দুয়ার থেকে ফিরে এসেছি”-সাগর ফেরত জেলে
জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ সাগর ফেরত জেলে বলেন, দিনের বেলায়ও সাগরে ঝড় চলছিল। মনে হয়েছিল সবকিছু ঠিক রয়েছে। তবে রাতের দিকে ঝড়ের তাণ্ডব বাড়তে থাকে। একপর্যায়ে মধ্য রাতে প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। এসময় আমাদের ১৯ জনকে নিয়ে উল্টে যায় ট্রলারটি। কোনোভাবে জালের দড়ি আর তেলের খালি কন্টেইনার ধরে অন্তত ১২ ঘন্টা পর্যন্ত অপেক্ষা…