ভিয়েনা এনার্জির (Wien Energie) অর্থ সঙ্কটে বিশেষজ্ঞরা “আপাতত” কোনো দুর্নীতি বা অনিয়ম দেখছেন না !
ব্যুরো চীফ, অষ্ট্রিয়াঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা রাজ্যের বিদ্যুত, গ্যাস ও তাপ সরবরাহ সংস্থা Wien Energie গত সপ্তাহে দেউলিয়ার উপক্রম হলে ফেডারেল সরকার দুই বিলিয়ন ইউরো ঋণ দিয়ে রক্ষা করে। অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক কুরিয়ার জানিয়েছে, ভিয়েনা সিটি অডিটররা তাদের অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপন করেছে। অডিটরদের প্রাথমিক তদন্তে বলা হয়েছে Wien Energie এর এই আর্থিক সঙ্কট ছিল শিল্প…