ভালো ফলনেও আখ চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা
ভোলা জেলা প্রতিনিধি: ফলন ভালো পেলেও ভোলার লালমোহনে আখ চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। যার মূল কারণ মনে করা হচ্ছে; অধিক পরিশ্রম ও ফসল পেতে অতিরিক্ত সময় অপেক্ষা করাকে।কৃষকদের দাবী সরকার যদি সরাসরি কৃষক থেকে আখ কিনার উদ্যোগ নিতেন, তাহলে কৃষকরা লাভবান হতেন।এতে আখ চাষের প্রতি আগ্রহ বাড়তে কৃষকদের। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, গত বছর…