চরফ্যাসনে শেষ হয়েছে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগননা,বাদ পড়েনি ভাসমান ও ছিন্নমূল মানুষ

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: সারাদেশের ন্যায় চরফ্যাসনেও শেষ হয়েছে ডিজিটাল জনশুমারি ও গৃহগননা। গত মঙ্গলবার (২১জুন) রাত ১২টায় শেষ হয় এ জনশুমারি ও গৃহগননা কার্যক্রম। চরফ্যাসন উপজেলার পৌরসভাসহ ২১টি ইউনিয়নে উপজেলা শুমারি সমন্বয়কারি অফিসারসহ ৯জন জোনাল অফিসার ও ২২০জন সুপারভাইজার এবং ৯৯৪জন গননাকারী ডিজিটাল এ শুমারি কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রত্যেক গননাকারীকে ৪দিন প্রশিক্ষণের মাধ্যমে দেয়া হয়…

Read More
Translate »