বনজ-ওষুধি গাছের সু-শোভিত ভোলার গঙ্গাকির্ত্তী প্রাথমিক বিদ্যালয়
বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা পাচ্ছে ভেষজ চিকিৎসা ভোলা থেকে মনজুর রহমানঃ ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের উত্তর গঙ্গাকির্ত্তী প্রাথমিক বিদ্যালয়েরর বারান্দা যেন বনজ ও ওষুধি গাছে সু-শোভিত। বাহারি প্রজাতির গাছে সাজানো হয়েছে বিদ্যালয়টি। এ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী খেলতে গিয়ে বা অন্য কোনভাবে দুর্ঘটনায় আহত কিংবা অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা হিসেবে তাদের ওষুধি গাছের লতা-পাতা দিয়ে ভেষজ চিকিৎসা…