![ফেসবুকে বিয়ের ফাঁদে ফেলে ৭লক্ষ টাকা আত্নসাৎ](https://www.eurobanglatimes.com/wp-content/uploads/2022/09/a2c29aed-cbde-4713-bef8-4cd722422871.jpg)
ফেসবুকে বিয়ের ফাঁদে ফেলে ৭লক্ষ টাকা আত্নসাৎ
শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়। এরপর নানাভাবে তরুণীকে আকৃষ্ট করার চেষ্টা। ছেলে সিঙ্গাপুরে কর্মরত আছেন। দেশে এসেই বিয়ে করবেন। আর সেই পরিচয় গড়ায় প্রেমে। ৩মাস পরে দেশ ফিরেই গোপনে বিয়ের পিড়িতে বসেন যুবক জানারুল শেখ ও তরুণী রুকসানা আক্তার। কিন্তু বিধি বাম। ছলচাতুরি করে ভুক্তভোগী তরুনীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ৭ লক্ষ…