লালমেহনে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জলদস্যু আটক
জেলা প্রতিনিধি, ভোলাঃ ভোলার লালমোহনের মেঘনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটকের পর পুলিশে তুলে দিয়েছে স্থানীয়রা। সোমবার (২২ আগষ্ট) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল ঘাট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ দলু মিয়া(৩৮)পিং মোঃ সুলতান,মোঃ শাকিল(১৯)পিং কামাল রাড়ী,মোঃ সোহাগ(৫৩)পিং মৃঃ জালাল ফরাজী,রাকিব (১৯) পিং হানিফ হাওলাদার,…