ঝালকাঠিতে জনপ্রিয় হেলাল-মিজানের বোম্বাই সিঙ্গারা
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের মিজান ও হেলাল হাওলাদারের তৈরী করা বোম্বাই সিঙ্গারা জনপ্রিয় হচ্ছে। শহরের সকল বয়সের মানুষ ও অফিস আদালতে এই সিংগারার চাহিদা বাড়ছে। ছোট আকারের সিঙ্গারার দাম মাত্র ৩টাকা করে বিক্রিয় হচ্ছে। দৈনিক ৪ হাজার সিঙ্গারা এই দোকানে বিক্রি হয়। সিঙ্গারা আলু মসলার সাথে ঝালকাঠি হিসেবে ঝালকাঠি অঞ্চলে উৎপাদিত ঘৃতকুমারি বোম্বাই মরিচ…