চরফ্যাসন পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ
চরফ্যাসন( ভোলা)প্রতিনিধি: চরফ্যাসন উপজেলা দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দুলাল মাষ্টারের মেজো ছেলে মামুন (৩৫) বুধবার (২২ জুন) সকালে পুকুরে মাছ ধরতে নামলে জালে উঠে এলো বিরল প্রজাতির মাছ। মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরাকাটা দাগ। শরীরে বাদামি রং,সারা গায়ে সারি সারি ছোট ছোট কাটা এবং ছোট-কালো রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। এ…