খুঁজবে সেই দিন খুঁজবে

সুনাইরা নাজিম: কোনো একদিন আমাকে তোমার ভীষণ মনে পড়বে কি ভাবছো মিথ্যে বলছি ? না গো সত্যি একদিন আমাকে তোমার ভীষণ মনে পড়বে, খুঁজবে সেদিন আকাশ পাতাল খুঁজে নাহি আর পাবে, হ্যা গো কোনো এক দিন আমায় তুমি হন্যে হয়ে খুঁজবে। কোনো একদিন ওই হাতের ছোয়ায় তুমি আমাকেই চাইবে, ধরা কি পাবে সেদিন ? তোমার আলোকচ্ছদ্বায়…

Read More
Translate »