![ইউরো বাংলা টাইমসের ইউরোপ ব্যুরো চীফ হলেন কবির আহমেদ](https://www.eurobanglatimes.com/wp-content/uploads/2022/07/de277f1f-d5c9-4a5c-994b-25050af35ce7.jpg)
ইউরো বাংলা টাইমসের ইউরোপ ব্যুরো চীফ হলেন কবির আহমেদ
বর্তমান সময়ের উদিয়মান জনপ্রিয় বাংলা অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটোরিয়াল বোর্ড ঢাকায় এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানায় নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রিয়া থেকে যৌথভাবে প্রকাশিত বর্তমান সময়ের জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটোরিয়াল বোর্ড, পত্রিকাটির চীফ এডিটর মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক বিশেষ বৈঠকে তাদের ভিয়েনা তথা অস্ট্রিয়া প্রতিনিধি কবির আহমেদকে পদোন্নতি…