ভিয়েনায় ট্রাম-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
ইবিটাইমস ডেস্ক: ভিয়েনায় ট্রামে ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছো। বুধবার ভিয়েনায় অফিস সময়ে একটি ট্রাক ও ট্রামের মধ্যে সংঘর্ষ হলে চারজন যাত্রী আহত হয়। বুধবার(২২ মার্চ) সকালে ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের ভিয়েনা-ব্রিগিতানাউতে একটি গুরুতর ট্র্যাফিক দুর্ঘটনা ঘটে। সকালের অফিস সময়ের ব্যস্ততার সময় একটি ট্রাক উক্ত জেলায় একটি ট্রামের সাথে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে৷…