![আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ- আহত ২২,বাড়ি ভাঙচুর](https://www.eurobanglatimes.com/wp-content/uploads/2022/08/297528289_458526182802176_2357364274557791349_n.jpg)
আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ- আহত ২২,বাড়ি ভাঙচুর
শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছে। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় ভাংচুর করা হয় অন্তত ২৫টি বাড়িঘর। শৈলকুপা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, গত ৫ জানুয়ারি নিত্যান্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন ও…