অস্ট্রিয়ার উপ প্রধানমন্ত্রী কোগলার করোনায় আক্রান্ত
অস্ট্রিয়ান সরকারের উপপ্রধান ভাইস চ্যান্সেলর করোনভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে সরকারের উপপ্রধান “ভাইস চ্যান্সেলর” ভার্নার কোগলার (Greens) করোনা ভাইরাসের পিসিআর টেস্ট পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তিনি বর্তমানে হালকা উপসর্গ নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করছেন। সরকারের উপপ্রধান ভার্নার কোগলারের প্রেস সচিব এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে তার…