অস্ট্রিয়ায় গ্রীষ্মকালীন পর্যটন শিল্প প্রায় প্রাক-সংকট পর্যায়ে ফিরে এসেছে
বৈশ্বিক মহামারী করোনার পর পর্যটন প্রধান দেশ অস্ট্রিয়ায় এই গ্রীষ্মে পর্যটন শিল্প তার করোনা সংকটের আগের পর্যায়ে ফিরে এসেছে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,অস্ট্রিয়াতে ছুটির দিনগুলি এই বছর আবার ভালভাবে বুক করা হচ্ছে: এখনও পর্যন্ত, গ্রীষ্মকালীন পর্যটন প্রায় প্রাক-সংকটের অবস্থায় ফিরে এসেছে এপিএকে জানিয়েছে অস্ট্রিয়ার পর্যটন মন্ত্রণালয়। এই মৌসুমের প্রথমার্ধে গত মে থেকে…