অস্ট্রিয়ায় আজ থেকে প্রাপ্ত বয়স্কদের জন্য ৫০০ এবং শিশুদের জন্য ২৫০ ইউরো জলবায়ু বোনাস প্রদান করা হবে
অস্ট্রিয়ান সরকারের এই জলবায়ু বোনাসের জন্য কোন আবেদন করার প্রয়োজন নাই ব্যুরো চীফ, অষ্ট্রিয়াঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন অস্ট্রিয়ায় যাদের আয়কর অফিসে (Finanzamt) অনলাইন নিবন্ধন করা আছে তারা সরাসরি তাদের ব্যাংক একাউন্টে এই অর্থ পেয়ে যাবেন। আর যাদের অনলাইন নিবন্ধন নাই তাদেরকে বাসায় রেজিস্ট্রি (RSA) চিঠির মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,গ্যাস…