খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছে সরকার: এমপি শাওন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যেন্নয়নে সফলতার সাথে কাজ করছেন। দেশের খেটে খাওয়া জেলে সম্প্রদায়ের প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের অবদান অপরিসীম।

সোমবার বিকেলে লালমোহন উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের অভ্যায়শ্রম সংলগ্ন এলাকায় জনসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।

বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মিয়া, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন,উপজেলা মৎস্য অফিসার মারুফ হোসেন মিনার, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ মেলকার প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »