ভিয়েনায় অস্ট্রিয়ান মুসলিম কমিউনিটির যৌথ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

অস্ট্রিয়ান মুসলিম কমিউনিটির প্রতিনিধি রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়া (IGGÖ) এই অনুষ্ঠানের আয়োজন করে

ইউরোপ ডেস্কঃ রবিবার (২৩ শে এপ্রিল) অস্ট্রিয়ান মুসলিম কমিউনিটির প্রতিনিধি ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার (IGGÖ) উদ্যোগে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট অভিজাত তুর্কি এটাপ ইভেন্ট সেন্টারে এই যৌথ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইভেন্ট সেন্টারের প্রবেশদ্বারে সকল আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট তুর্কি বংশোদ্ভুত ডক্টর উমিত ভূরাল। এই সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট বসনিয়ান বংশোদ্ভুত আদিস কান্দিস, সুপ্রিম কাউন্সিল মেম্বার মিশরীয় বংশোদ্ভুত গাবাল জিকরি। আরও উপস্থিত ছিলেন এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান বাংলাদেশী বংশোদ্ভুত ইঞ্জিনিয়ার এম এ হাসিম।

অস্ট্রিয়ান মুসলিম কমিউনিটির প্রেসিডেন্ট উমিত ভূরাল সবাইকে ঈদের শুভেচ্ছা সহ গুরুত্ব পূর্ণ বক্তব্য পেশ করেন। তিনি অস্ট্রিয়ায় মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা মূলক কাজ করার জন্য বিভিন্ন ইসলামিক কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

ঈদ পুনর্মিলনীতে আরও উপস্থিত ছিলেন- ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সাবেক তিন প্রেসিডেন্ট ড. আনাস শাকফে, ড. ফুয়াদ সানাচ, ইব্রাহিম অল্গুন, রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিল সদস্যগণ, কেন্দ্রীয় শুরা সদস্যগণ, ধর্মতাত্ত্বিক উপদেষ্টা পরিষদ, শিক্ষা অফিস এর নেতৃবৃন্দ, স্পেশালিস্ট ইন্সপেক্টরগণ, ঈমাম পরিষদ, টার্কিশ, বসনিয়ান, আরবিয়ান, আলবেনিয়ান, আফ্রিকান কমিউনিটির নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন এশিয়ানদের এগারোটি ইসলামিক কমিউনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রায় ২০০ শতাধিক মুসলিম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। এশিয়ান ইসলামিক কমিউনিটি থেকে আরও উপস্থিত ছিলেন মাসজিদুল ফালাহর সভাপতি হাবিবুর রহমান এবং আফগান কমিউনিটি লিডার আব্দুল গানি হাকিমী।

আমন্ত্রিত অতিথিদের পরে তুর্কি খাবারে আপ্যায়ন করা হয়।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »