পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে পানিতে ডুবে মো. আরমান হোসেন শেখ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ঘোপের খাল গ্রামের মো. শাফায়েত হোসেন শেখের ছেলে। রবিবার (০৯ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের খালে পড়ে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি ওই দিন পিতা-মাতার অগোচরে বাড়ির পাশের খালে পড়ে যায। কিছু সময় পর তার খোঁজ পড়লে তাক খাল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অসীত কুমার মিস্ত্রী বলেন, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস