ভোলা প্রতিনিধি: ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ ও মনযোগ বৃদ্ধির লক্ষ্যে স্কুল ড্রেস দেয়া হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১০০ নং চর আনন্দ পার্ট থ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৭ জন শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ড্রেস দেয়া হয়েছে।
স্কুল এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির যৌথ উদ্যোগে এ পোশাক বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মীর মোঃ জাহেদুল কবির, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আকতার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারি শিক্ষা কর্মকর্তা আবু তাহের ও প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র সিকদার সহ সহকারি শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নতুন স্কুল ড্রেস পেয়ে আনন্দ-উচ্ছাসে মেতে উঠেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়টি প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসছে।
ডেস্ক/ইবিটাইমস/আরএস