পুলিশ সদস্যদের গোলাপ দিয়ে বরণ করে লঞ্চে তুললেন সুরভী-৮ কতৃপক্ষ

ভোলা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় (২০২৩) চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ৬৮ জন প্রার্থীকে গোলাপ ফুল দিয়ে বরণ করে লঞ্চে তুলেছেন সুরভী-৮ লঞ্চের কতৃপক্ষ

রোববার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভোলা পুলিশ লাইন্স থেকে সুরভী-৮ লঞ্চযোগে মেডিক্যাল টেস্টের জন্য রাজারবাগ পুলিশ লাইন্সের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। এসময় ইলিশাঘাটে সুরভী-৮ লঞ্চের কতৃপক্ষ তাদেরকে গোলাপ ফুল দিয়ে বরণ করে লঞ্চে তোলেন।

সদ্য নিয়োগ পাওয়া পুলিশ কনস্টেবল মো. নকিব বলেন, সদস্য নিয়োগ হওয়া পুলিশ সদস্যদের যেভাবে সম্মানের সঙ্গে গোলাপ ফুল দিয়ে সুরভী লঞ্চ কতৃপক্ষ বরণ করেছে এটা খুবই প্রশংসীয়। এটি লঞ্চ কতৃপক্ষের একটি মহৎকর্ম। আমরা কখনো ভাবতে পারিনি সুরভী লঞ্চ কতৃপক্ষ আমাদের পুলিশ সদস্যদের এতো সম্মান করবে।

আবেগে উৎফুল্ল পুলিশ কনস্টেবল আসমা আক্তার রিয়া বলেন, আগের চেয়ে বর্তমানে পুলিশের মর্যাদা অনেক। এখন স্বচ্ছ নিয়োগের মাধ্যমে চাকুরী হচ্ছে। ভোলা পুলিশ সুপার এবার ৬৮ জনকে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে চাকুরী দিয়েছে। সামনে পুলিশের নিয়োগে আরও স্বচ্ছতা আসবে। আমাদের প্রত্যেককে গোলাপ ফুল হাতে দিয়ে সুরভী লঞ্চ কতৃপক্ষ যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছে তা অতুলনীয়। আমরা দেশ ও জনগণের স্বার্থে কাজ করব।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, সুরভী-৮ লঞ্চের মালিক ওয়াসিম খানের নির্দেশনায় ভোলায় সদ্য নিয়োগ পাওয়া ৬৮ জন পুলিশ কনস্টেবলকে সুরভী-৮ লঞ্চের পক্ষ থেকে গোলাপ ফুল দিয়ে বরণ করে তাদেরকে লঞ্চে তোলা হয়েছে। পুলিশ জনগণের বন্ধু। আমরা আশাকরি সদ্য নিয়োগ পাওয়া পুলিশ সদস্যরা দেশ ও দেশের জনগণের স্বার্থে কাজ করবে। সুরভী লঞ্চ কতৃপক্ষ সবসময়ই যাত্রীদের শুভ যাত্রার আশা করে। সুরভী লঞ্চে রমজান উপলক্ষে ইফতারি ও তারাবির নামাজের ব্যবস্থা করা আছে। যাত্রী সেবায় সুরভী লঞ্চ কতৃপক্ষ সর্বোচ্চ আন্তরিক।

মনজুর রহমান/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »