ইবিটাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এবং দক্ষিণ কোরিয়ার ভাইস মিনিস্টার অব ফরেন অ্যাফেয়ার্স লি ডো-হুনের সঙ্গে বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (২ মার্চ) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মিসর, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, তুর্কিয়ে, যুক্তরাজ্য, জাপান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় করেছেন।
বাংলাদেশ প্রতিনিধিদল সূত্রে বৃহস্পতিবার সন্ধ্যায় এসব কথা জানানো হয়।
জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ড. মোমেন দুটি পৃথক অধিবেশনে বক্তব্য রাখেন।
ডেস্ক/ইবিটাইমস/আরএস