ইবিটাইমস ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট মিয়ার বাজার জামে মসজিদের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী এলাকার হাবিবুর রহমান (২৫), বরদিয়া আড়ং বাজার এলাকার মাহবুব প্রধানিয়া (৫০) ও চাঁদপুর সদর উপজেলার ওয়াপদা গেইট এলাকার নেছার আহমদ হাওলাদার) ২৫)।
জানা যায়, চাঁদপুর লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশা থেমে থাকা মাঝারি আকারের ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় বিপরীত পাশের বোগদাদ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালকসহ আরও দুই যাত্রী নিহত হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রশিদ জানান, সকাল ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় যাত্রীবাহী একটি বাস ওই অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু এবং একজন আহত হয়।
আহত ব্যক্তিকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি আব্দুল রশিদ।
ডেস্ক/ইবিটাইমস/আরএস