এই বহিষ্কার ফেব্রুয়ারির শুরুতে অস্ট্রিয়া থেকে ৪ জন রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কারের বদলা
ইউরোপ ডেস্কঃ আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে রাশিয়া থেকে ৪ জন অস্ট্রিয়ান কূটনৈতিককে বহিষ্কার করার কথা ঘোষণা করেছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে ভিয়েনা চার রুশ কূটনীতিককে তাদের কূটনৈতিক বহির্ভূত কাজের জন্য বহিষ্কার করার পর রাশিয়া বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারাও চার অস্ট্রিয়ান কূটনীতিককে বহিষ্কার করছে।
মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, আমাদের কূটনীতিকদের প্রতি ভিয়েনা একটি “বন্ধুত্বহীন এবং অন্যায় পদক্ষেপ” নিয়েছে। একটি সম্মানজনক এবং নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে অস্ট্রিয়া তার আগের অবস্থানকে ধ্বংস করেছে।
এদিকে রাশিয়া থেকে ৪ জন অস্ট্রিয়ান কূটনীতিকদের বহিষ্কারের ব্যাপারে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত শান্ত প্রতিক্রিয়া জানিয়েছে। কেননা তখনই রাশিয়া পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল। ভিয়েনার পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোর এই ঘোষণায় শান্তভাবে প্রতিক্রিয়া জানিয়েছে: “রাশিয়া থেকে অস্ট্রিয়ান দূতাবাসের কর্মীদের বহিষ্কার কোন আশ্চর্যের বিষয় নয়,” এটি একটি বিবৃতিতে বলেছে। এটি “রাশিয়ার একটি অযৌক্তিক সিদ্ধান্ত যার কোন বাস্তব ভিত্তি নেই”।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, চলতি ফেব্রুয়ারির শুরুতেই অস্ট্রিয়া চার রুশ কূটনীতিককে বহিষ্কার করে। অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে,বহিষ্কৃত কূটনৈতিকরা “তাদের কূটনৈতিক মর্যাদার সাথে বেমানান কাজ” করেছে। রাশিয়া এই পদক্ষেপকে “বিশুদ্ধভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত” বলে ঘোষণা করেছিল এবং পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছিল। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটল ধরতে শুরু করেছে।
কবির আহমেদ/ইবিটাইমস