পিরোজপুরে বিএনপির পদযাত্রায় হামালায় আহত ২০

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে বিএনপি’র পদযাত্রায় শাসক দলের হামলা ও পুলিশের বাঁধা উপেক্ষা করে অনুষ্ঠিত হয়েছে। তবে হামলায় জেলার বিভিন্ন স্থানে কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

জেলা বিএনপির আহŸায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, জেলার ৭টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা দিন ব্যাপী বিভিন্ন স্থানে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচী পালন করেন। কিন্তু শাসক দলের নেতারা হামলা চালায় এবং পুলিশ কর্মসূচীতে বাঁধা দেন। এতে জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে শাসক দলের হামলায় ৪ জন, মঠবাড়িয়ায় ১২জন সহ জেলার বিভিন্ন স্থানে কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন। তিনি আরো জানান, বিকালে তিনি জেলার কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সাথে কর্মসূচী পালন কালে পুলিশ তাতে বাঁধা ও হামলা চালিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেন।

জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ও শিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চাঁন বলেন, ওই দিন দুপুরে স্থানীয় বিএনপির উদ্যোগে বের হওয়া পদযাত্রায় ছাত্র ও যুবলীগ হামলা করে। ওই হামালায় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ ইসলাম মাহিম, ইউনিয়ন ছাত্রদলের জেষ্ঠ্য যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আসাদ মোল্লা ও মো. মোরছালিন শেখ এ ৪ নেতাকর্মী আহত হয়েছেন।

জেলার মঠাবাড়িয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. রুহুল দুলাল বলেন, সংগঠনের কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসাবে উপজেলার ১১টি ইউনিয়নে সকাল থেকে দিন ব্যাপী লিফলেট বিতরন, মিছিল সহ শান্তিপূর্ন কর্মসূচী পালন করছিলাম। কিন্ত বিভিন্ন এলাকায় থানা পুলিশ ও শাসক দলের নেতাকর্মীরা বাঁধা প্রদান করেনন। উপজেলার আমড়াগাছিয়া এলাকায় ছাত্র ও যুবলীগ হামলা করে। ওই হামলায় মো. ফারুক হোসেন, মোস্তফা মোল্লা, ইয়াসিন, মিরাজ জমাদ্দার, সরোয়ার হোসেন, রিপন হাওলাদার, মিজানুর রহমান, রফিক রাজা, ফোরকান, রিপন জমাদ্দার সহ ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

জেলার নাজিরপুর উপজেলা বিএনপির আহŸায়ক এ্যাডভোকেট মিজানুর রহমান দুলাল বলেন, পুলিশ ও স্থানীয় শাসক দলের নেতাকর্মীদের বাঁধা উপেক্ষা করে উপজেলার ৯টি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচী পালন করেন। তবে সকাল সাড়ে ৯টার দিকে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল সহ তিনি একটি কর্মসূচীতে থাকা কালে পুলিশ তাদের অবরুদ্ধ করে রাখেন। এ ছাড়া পুলিশ উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য শঙ্কর কুমার তরুয়া (৫০)কে গ্রেফতার করেছেন।

পুলিশের একাধীক সূত্রের দাবী জেলার কোথাও বিএনপির কোন কর্মসূচীতে বাঁধা দেয়া হয় নি। একই ধরনের বক্তব্য শাসক দলের পক্ষ থেকে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »