পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের বিদ্যুতায়িত হয়ে মিন্টু খান (৩৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০২ ফেব্রয়ারী) জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামে। নিহত মিন্টু খান ওই গ্রামের কাশেম খানের বড় ছেলে।
স্থানীয় ইউপি সদস্য তিতাস শেখ জানান, ওই ভ্যান চালক স্থানীয় মহিউদ্দিন মুন্সি নামের এক ব্যাক্তির জমি বন্দক রেখে তা চাষ করেন। স্থানীয় সাবেরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন ওই কৃষি জমিতে তিনি বোরো ধনের চাষ করলে ইদুর তার বীজতলা খেয়ে ফেলে। গত বুধবার রাতে ওই ইদুর মারতে তিনি সেখানে বিদ্যুতের সংযোগ দেন। বৃহস্পতিবার সকালে ওই বিদুৎ সংযোগ বন্ধ না করে তিনি জমিতে কাজ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে সেখানে পড়ে থাকেন। স্থানীয়রা ওই দিন দুপুরে তাকে মৃত অবস্থায় দেখে ওই ইউপি সদস্যকে জানান।
নিহতের পরিবার সূত্র জানান, তিনি ওই দিন সকালে বাড়ি থেকে বের হন। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে জমিতে মৃত্যু অবস্থায় পড়ে থাকার খবর পাই। তিনি পেশায় একজন ভ্যান চালক।
নাজিরপুর থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়না তদন্তের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস