ইউরোপে বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব সংক্ষেপে আয়েবাপিসি এক আন্তর্জাতিক ভার্চুয়াল মিটিং সম্পন্ন করেছে
ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ গতকাল সোমবার (১৬ জানুয়ারি) রাতে এক আন্তর্জাতিক ভার্চুয়াল বৈঠক করেন সংগঠনটির বর্তমান কার্যকরী কমিটি। জার্মানি
থেকে আয়েবাপিসির সভাপতি হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইতালির ভেনিস থেকে সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন।
ভার্চুয়াল বৈঠকের শুরুতেই সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমনের অনুরোধে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অস্ট্রিয়া থেকে আয়েবাপিসির ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ। তারপর সভাপতির অনুমতিক্রমে অনুষ্ঠান আলোচনা শুরু করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন।
ভার্চুয়াল বৈঠকে আয়েবাপিসির সাধারণ সম্পাদক ও সঞ্চালক জাকির হোসেন সুমন আয়েবাপিসির নেতৃবৃন্দকে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২৬ শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসে আমাদের আয়েবাপিসির পক্ষ থেকে বিশেষ স্বরনিকা প্রকাশের প্রস্তাব করেন। পরে ভার্চুয়াল বৈঠকে
অংশগ্রহণকারী নেতৃবৃন্দ সাধারণ সম্পাদকের প্রস্তাবটি সানন্দে গ্রহণ করেন।
আয়েবাপিসির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ২১ শে ফেব্রুয়ারি ও ২৬ শে মার্চ উপলক্ষে বিশেষ স্মরনিকা প্রকাশের ব্যাপারে সকলে ঐক্যমত প্রকাশ করেন। তাছাড়াও এই বিষয়ে আরও ভার্চুয়াল বৈঠকের ব্যাপারেও সকলে একমত হন। সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন জানান তিনি পরবর্তী বৈঠকের তারিখ এবং সময় আয়েবাপিসির পেজে জানাবেন।
আয়েবাপিসির নেতৃবৃন্দ ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনেক সদস্য দীর্ঘদিন যাবত কোন বৈঠক উপস্থিত না হওয়ায় দুঃখ প্রকাশ করেন। ভার্চুয়াল বৈঠকে নেতৃবৃন্দ আশা করেছেন এবং অনুরোধ করেছেন যেন পরবর্তী বৈঠকে সকলেই উপস্থিত থাকার।
গতকালের এই ভার্চুয়াল বৈঠকে সভাপতি হাবিবুর রহমান হেলাল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন ছাড়াও আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ সভাপতি এনায়েত হোসেন সোহেল, সহ সভাপতি শাহীন খলিল কাউসার,দফতর সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক কামারুজ্জামান ডালিম, সাংগঠনিক সম্পাদক শাহ সুহেল,সাংগঠনিক সম্পাদক সজিব আল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ এবং সন্মানিত সদস্য জহিরুল ইসলাম প্রমুখ।
কবির আহমেদ/ইবিটাইমস