‘জিয়াউর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না’ -অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহŸায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীন হতো না। কেননা, তিনিই স্বাধীনতা যুদ্ধের ঘোষনা দিয়েছিলেন। তার ঘোষনার পর দেশের স্বাধীনতা প্রেমিক মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেদিন এ ঘোষনা প্রদানে দেশের স্বাধীনতা ছাড়া তার নিজস্ব কোন কোন স্বার্থ ছিলো না। কোন ক্রমে দেশ স্বাধীন না হলে একজন সেনা কর্মকর্তা হিসাবে তাকে কঠিন বিচারের মুখামুখি হতে হতো। কিন্তু জিয়াউর রহমানের এমন ত্যাগের কথা আজ শাসক দল অস্বীকার করতে চাচ্ছে। তারা এমন ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। শেখ হাসিনা দেশের গনতন্ত্রকে আজ হত্যা করে দেশে এক নায়কতন্ত্র কামনা করছে। বিরোধী মতের লোকদের কন্ঠকে রোধ করতে তাদের টুটি চেপে ধরছে। এভাবে একটি দেশ চলতে পারে না ।

আজ সকল দেশ প্রেমিক নাগরিকের উচিত সরকারের এমন শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে রবিবার (১৫ জানুয়ারী) বিকালে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়কের নিজস্ব অর্থায়নে শহরের শিকারপুরের ভাইভাই মঞ্জিলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছা সেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, জেলা জাসাসের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ ফকির, পৌর স্বেচ্ছা সেবক দলের আহŸায়ক মাসুদ হাওলাদার প্রমুখ।

এ সময় শহরের বিভিন্ন ওয়ার্ডের প্রায় দুই শতাধীক গরীব অসহায় নারী-পুরুষকে কম্বল প্রদান করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »