অস্ট্রিয়ান জাতীয় সংসদ পরিদর্শনে হাজারো মানুষ

দীর্ঘ পাঁচ বছর সংস্কার কাজের পর অস্ট্রিয়ার জাতীয় সংসদ ভবন শনি ও রবিবার সর্ব সাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে

ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ আজ শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টা থেকে নতুন ভাবে সংস্কার করা অস্ট্রিয়ার জাতীয় সংসদ ভবন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে অস্ট্রিয়ার জাতীয় সংসদ অফিস শনিবার ও রবিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত সংস্কারকৃত নতুন সংসদ ভবন সর্ব সাধারণের পরিদর্শনের জন্য খোলা রাখার কথা বললেও পরে তা আরও এক ঘন্টা বাড়িয়ে ৬ টা করা হয়েছে। নতুন সাজে সজ্জিত অস্ট্রিয়ার জাতীয় সংসদ বা পার্লামেন্ট ভবন পরিদর্শন করতে হাজার হাজার মানুষকে দীর্ঘ লাইন ধরে থাকতে দেখা গেছে।

অস্ট্রিয়ার জাতীয় সংসদ বা কাউন্সিলের প্রেসিডেন্ট ভল্ফগ্যাং সোবোটকা (ÖVP) শনিবার ঠিক দশটায় তার সহকর্মীদের সাথে নিয়ে সংসদ প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান ফটকে অপেক্ষমাণ জনগণের উদ্দেশ্যে “তিন, দুই, এক, খুলুন” বলে সংস্কার করা নতুন সংসদ ভবন উদ্ভোধন করেন।

সংস্কারকৃত নতুন সংসদ ভবনের উন্মুক্ত প্রথম দিনে বিপুল জনসমাগম পার্লামেন্টে যাওয়ার র‌্যাম্প ভর্তি হওয়ার আধঘণ্টা আগেই পূর্ণ হয়ে গিয়েছিল। রৌদ্রোজ্জ্বল দিনে অসংখ্য মানুষ সংস্কার করা ভবনে প্রথম অতিথি হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সংসদ প্রেসিডেন্ট সোবোটকা ভল্ফগ্যাং করতালির মধ্যে ফিতা কেটে প্রথমে তার সাথে অপেক্ষমান ফেডারেল কাউন্সিলের সভাপতি গুন্টার কোভাকস (SPÖ) এর সাথে হ্যান্ডশেক করে স্বাগত জানান।

পরে, দর্শনার্থীরা ন্যাশনাল কাউন্সিল এবং ফেডারেল কাউন্সিলের সভা কক্ষ, কার্যনির্বাহী কমিটির কার্যালয় এবং নবনির্মিত কাঁচের গম্বুজের নীচে প্ল্যানারি হল ঘুরে দেখেন। তাছাড়াও জাতীয় সংসদের কলামযুক্ত হলে সংসদের সমস্ত দলের ক্লাবের প্রতিনিধিরা পারস্পরিক সৌহার্দ্য বিনিময় করেন।

এপিএ এর সাথে এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার Niederösterreich (NÖ) রাজ্যের মুহলভিয়ারটেল জেলা থেক আগত একদল দর্শক ন্যাশনাল কাউন্সিলের পূর্ণাঙ্গ হল দেখে মুগ্ধ হয়েছিল: “এখন আমরা ইতিমধ্যে কেন্দ্রে রয়েছি।” এই চারজন এক দিনের সফরে ভিয়েনা শহরে এসেছিলেন। ভিয়েনার পিয়ারিস্ট হাইস্কুলের স্কুলছাত্ররা গম্বুজের নিচে সেল ফোনে ছবি তুলতে দেখা গেছে। অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সহ বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে।

দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন দলে দলে বিভক্ত লোকজন জাতীয় সংসদের “গণতন্ত্রের ভাষা অঞ্চলে” প্রদর্শনী সহ সংসদ লাইব্রেরিতে এবং দর্শনার্থী কেন্দ্র “গণতান্ত্রিক কেন্দ্র – সংসদ অভিজ্ঞতা”-তেও প্রবেশ করে ঘুরে ঘুরে দেখেছেন। জাতীয় সংসদ ভবনের উদ্ভোধন উপলক্ষে অস্ট্রিয়ার পোস্ট অফিস সংসদে শনিবার ও রবিবারের জন্য একটি বিশেষ পোস্ট অফিস স্থাপন করেছে। পোস্ট অফিস থেকে মুদ্রা প্রেমীরা ঐতিহাসিক সংসদ ভবনের ছবি সম্বলিত তামার তৈরি স্যুভেনির পাঁচ ইউরো (€5 )গণতন্ত্রের মুদ্রা কিনতে দেখা গেছে।

অস্ট্রিয়ার জাতীয় সংসদ অফিস জানিয়েছে গত পাঁচ বছরে প্রায় ৫৫,০০০ বর্গ মিটার নেট মেঝের জায়গা সংস্কার করা হয়েছে। তাছাড়াও ব্যবহারযোগ্য এলাকা প্রায় ১০,০০০ বর্গ মিটার দ্বারা প্রসারিত করা হয়েছে। সংসদে নতুন করে সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্য স্থাপিত হল ২৮ মিটার ব্যাস এবং ৫৫০ বর্গ মিটার এলাকা বিশিষ্ট ন্যাশনাল কাউন্সিল হলের উপর নতুন কাচের গম্বুজ।

আগামীকাল রবিবারও সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পুনরায় সংস্কারকৃত জাতীয় সংসদ সর্ব সাধারণের জন্য খোলা থাকবে। তবে  বিকাল ৪ টার পর প্রবেশাধিকার বন্ধ করা হবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »