পিরোজপুর মুক্ত দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পিরোজপুরে পালিত হয়েছে পিরোজপুর মুক্ত দিবস ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) শহীদ ভাগিরতী চত্ত¡র শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার , শেখ মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উদীচী শিল্পীগোষ্ঠী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন।

পুস্পমাল্য অর্পণ শেষে একটি বর্ণাঢ্যর‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপাল কৃষ্ণ টাউনক্লাব মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। পরে স্বাধীনতা মে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার স শেখ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি রেজাউল করিম সিকদার মন্টু। উপস্থিত ছিলেন , জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান , সাবেক কমান্ডার সমীর কুমার বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার।

এ বছর পিরোজপুর মুক্তদিবসে ৫জন শহীদ বীর মুক্তিযোদ্ধাকে মরনোত্তর সন্মাননা প্রদান করা হয়। মরনোত্তর সন্মাননা পাওয়া শহীদ বীরমুক্তিযোদ্ধারা হলেন- আগরতলা ষড়যন্ত্র মামলার ১নং আসামী লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন, পিরোজপুর মহাকুমা ছাত্রলীগের সভাপতি শহীদ ওমর ফারুক, শহীদ ফজলুল হক, শহীদ পূর্ণেন্দু বাচ্চু এবং শহীদ সেলিম।

পরে জেলা শিল্পকলা একাডেমি ও উদীচী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সন্ধ্যায় স্বাধীনতা মে স্বাধীনতার প াশ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুর ই্য়ুথ সোসাইটির অয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন করবেন জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »