ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৃত্তিকা দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের চত্বর থেকে র্যালি বের হয়। এবং র্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কামাল হোসেন প্রধান অতিথি ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম মূল বিষয় তুলে ধরে ধারনাপত্র উপস্থাপন করেন। এর উপরে আলোচনা করেন ঝালকাঠি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শামসুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ প্রমুখ।
মাটির স্বাস্থ্য ভাল রাখার জন্য মানুষের মধ্যে সচেতনতা, মাটি ব্যবস্থাপনায় বাস্তবমুখি কর্মসূচি গ্রহণ, মাটির ক্ষয়রোধে বিষয়, অতিমাত্রায় রাসায়ন সার প্রয়োগ না করা, জৈব সার ব্যবহার বাড়ানো এবং পোল্ডার করে চাষাবাদ করে মাটি উর্বরা শক্তি ধরে রাখার জন্য ধারনা উপস্থাপন করা হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস