কাতার বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আগামীকাল

উদ্বোধনী খেলায় কাতারকে ইকুয়েডরের ৮ খেলোয়াড়কে ৭,৪ মিলিয়ন ইউরো ঘুষ দেওয়ার অভিযোগ করেছে স্পেনের জনপ্রিয় স্পোর্টস বিষয়ক সংবাদ মাধ্যম ‘মার্কা’

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আগামীকাল রবিবার (২০ নভেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ২২তম বিশ্বকাপ ফুটবলের। অনুষ্ঠান চলবে একটানা ৪৫ মিনিট। উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে বাংলাদেশ সময় আগামীকাল রাত ৮টায় এবং অস্ট্রিয়ার সময়
বিকাল ৩ টায়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশ সময় ১০টায় এবং অস্ট্রিয়ার সময় সন্ধ্যা ৫ টায় উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কাতার। ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপের এই আসর। সেজন্য প্রস্তুত কাতারের পাঁচ শহরের আটটি স্টেডিয়াম। এবারের আসরে ৩২ দলের অংশগ্রহণে সর্বমোট ম্যাচ হবে ৬৪টি।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। আগামী ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। এ ছাড়া ২৭ নভেম্বর রাত ১টায় মেক্সিকো এবং ১ ডিসেম্বর একই সময়ে পোল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

অন্যদিকে, ব্রাজিল রয়েছে ‘জি’ গ্রুপে। আগামী ২৫ নভেম্বর রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে নেইমার-ভিনিসিউসরা। এ ছাড়া, ২৮ নভেম্বর রাত ১০টায় সুইজারল্যান্ড ও ৩ ডিসেম্বর রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে খেলবে তিতের শিষ্যরা।

ইতোমধ্যে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পরেছে বাংলাদেশের মাঠে-ঘাটে। সমর্থকেরা প্রিয় দলের জার্সি কিনছেন, বাড়ির ছাদে-ছাদে ওড়ছে পতাকা৷ অস্ট্রিয়ায় বাংলাদেশের মত বিভিন্ন দেশের পতাকা না বানালেও অফিস আদালত সর্বত্র চলছে বিশ্বকাপ ফুটবলের আলোচনা। বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ইউরোপের প্লে অফ ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে বৃটিশ দ্বীপ পুন্জের ওয়েলস কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

কাতার বিশ্বকাপের আয়োজন নিয়ে শুরু থেকেই চলে আসছে নানান বিতর্ক। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মাঠে গড়ানোর ঠিক তিন দিন আগে গত বৃহস্পতিবার আবারও অভিযোগ উঠল কাতারের বিরুদ্ধে একটি বড় কেলেঙ্কারির। উদ্বোধনী ম্যাচে জয় পেতে ইকুয়েডরকে ঘুষ দিয়েছে স্বাগতিকরা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে উঠে এসেছে এমন অভিযোগ।

বর্তমান ক্রীড়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট ফুটবল বিশ্বকাপের ২২তম আসর আয়োজন নিয়ে শুরু থেকেই কাতারের বিরুদ্ধে উঠেছে একের পর এক অভিযোগ। মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো ফুটবল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, ফিফা বিশ্বকাপ আয়োজন নিয়ে রোমাঞ্চের চেয়েও বিতর্কটাই বেশি। ঘুষ দিয়ে বিশ্বকাপ আয়োজন, বিশ্বকাপের সূচি পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘনসহ একাধিক অভিযোগ কাতারের বিরুদ্ধে শুরু থেকে করে আসছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা।

তারপর আবার ফিফা সেসব বিতর্ক ভুলে ফুটবলকে উপভোগ করার আহ্বান জানিয়েছিল। কিন্তু এবার যে অভিযোগ এসেছে তাতে দুইদিন আগে বিশ্বকাপের মঞ্চ পরিবর্তন না হলেও, বড় বিপদে পড়তে পারে স্বাগতিক কাতার। সৌদি আরবে ব্রিটিশ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ও রাজনৈতিক বিশেষজ্ঞ আমজাদ তাহার বরাত দিয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ফল নিজেদের পক্ষে আনার জন্য ইকুয়েডরের আটজন ফুটবলারকে আর্থিক ঘুষ দিয়েছে কাতার! আগামীকাল রবিবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় সে ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে কাতার।

আমজাদ জানান, উদ্বোধনী ম্যাচের ফল নিজেদের পক্ষে আনার জন্য কাতার ইকুয়েডরের আট ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৭৬ কোটি ৫ লাখ টাকার বেশি। কাতার ও ইকুয়েডর দলের নির্ভরযোগ্য সূত্র আজদাকে বিষয়টি নিশ্চিত করেছে বলে তিনি জানান। আমজাদ ফিফার এই দুর্নীতি নিয়ে বিশ্বকে প্রতিরোধ করতে বলেন।

নির্ভরযোগ্য সূত্র থেকে আমজাদের পাওয়া তথ্য অনুযায়ী, কাতারের বিপক্ষে ইকুয়েডরকে এক গোলের ব্যবধানে হেরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ম্যাচের একমাত্র গোল হবে দ্বিতীয়ার্ধে। অর্থাৎ কাতার ম্যাচটি জিতবে ১-০ গোলের ব্যবধানে।

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মাঠে গড়ানোর আর খুব বেশি সময় হাতে নেই। প্রথম বারের মতো বিশ্বমঞ্চে অভিষেক হবে কাতারের। এমন সময় স্বাগতিক দেশটির সরকার বা ফুটবল ফেডারেশন এ বিষয়ে কথা বলতে চান না বলে মার্কা তাদের প্রতিবেদনে জানিয়েছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে এই ঐতিহাসিক ও ব্যতিক্রমধর্মী বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতার এই জাতীয় কোন প্রশ্নের উত্তর দিবে না বলে জানিয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »