সড়কে চলতে হলে নিজের জীবনের দায়িত্ব নিজেকে নিতে হবেঃ ভোলায় নিসচা চেয়ারম্যান

ভোলা প্রতিনিধিঃ সড়কে চলাচল করার সময় শুধু চালক হেলপাড়দের দোষ দিলে হবে না। সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে আগে নিজেকে সচেতন হতে হবে। নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধায় নিরাপথ সড়ক চাঁই (নিসচা) ভোলা শাখার আয়োজনে মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে নিসচা’র চেয়াররম্যান ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন।

শহরের উকিল পাড়ার হোটেল প্যাপিলন কনফারেন্স রুমে সুশীল সমাজ ও গনমাধ্যমকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, গত এক বছরে দেশে সড়ক দুর্ঘটনায়  ১২’শ হেলপাড় এবং চালক মারা গিয়েছে। একটি দুর্ঘটনার সাথে নির্ভর করে সবার জীবন। তাই সড়কে দেখে শুনে চলার পাশাপাশি চালকদেরকে সতর্ক করতে হবে।

তিনি বলেন, সড়কে চলতে গিয়ে  অন্যের দোষ দিলে হবে না, সবাইকে সঠিকভাবে সড়কে চলতে হবে। নিয়ম মেনে চলতে হবে। কোন চালক যদি বেপরোয়া গাড়ি চালায় তাকে সতর্ক করতে হবে। প্রত্যকেটি কাজ করা আগে নিজেকে ভালো করে ভাবতে হবে।

এরআগে, নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান একদিনের সফরে ভোলায় এসে পিটিআইতে শিক্ষকদের নিয়ে কর্মশালায় অংশগ্রহন করেন। পরে মতবিনিয়ন সভায় অংশগ্ররহন করেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিসচা মহাসচিব লিটন এরশাদ, ভাইস চেয়ারম্যান এহসান উল হক কামাল, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, এইচআরডিএফ সভাপতি মোবাশ্বির উল্যাহ চৈধূরী, ভোলা ট্রাফিক পুলিশ পরিদর্শক আঃ গনি, নিসচা জেলা কমিটির আহবায়ক মাকসুদুর রহমান।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, নিসচা জেলা কমিটির সদস্য সচিব সোলাইমান মামুন।

মনজুর রহমান/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »