হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ভ্রাম্যমান আদালতের এক অভিযান পরিচালনা করা হয়।
আজ মঙ্গলবার ৮ নভেম্বর দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহ কারী পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবানন্দ সিনহা। এ সময় দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার দায়ে নতুন ব্রিজের উজ্জ্বল স্টোরকে ৫ হাজার টাকা ও মা ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ থানার এস আই স্বপন চন্দ্র সরকার সহএকদল পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবানন্দ সিনহা বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস