ঢাকাঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বেগম খালেদা জিয়া প্রসঙ্গে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তাতে তিনি ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন। আর রবিবারের মধ্যে স্বপ্রণোদিত হয়ে বেগম খালেদা জিয়াকে জামিন দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতে বিচারকদের প্রতি আহবান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
গণফোরামের মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন অংশের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে। এতে দলের সভাপতি ড. কামাল হোসেন উপস্থিত না থাকলেও নেতাকর্মীদের উদ্দেশ্যে লেখা তার চিঠি পড়ে শোনান সুব্রত চৌধুরী।
পরে একে একে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আসম আব্দুর রব। সবার বক্তব্যে উঠে আসে দেশের নির্বাচন ব্যবস্থা, একদলীয় শাসন এবং বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার বিষয়।
কাউন্সিলে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বিএনপি আব্দুস সালাম। অবৈধ আখ্যা দিয়ে সরকারকে ঐক্যবদ্ধ আন্দোনের মাধ্যমে পতন ঘটানোর আহবান জানান।
বিএনপির সাথে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতের সখ্যতা নিয়ে কাউন্সিলে প্রশ্ন তোলেন কেউ কেউ।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ